কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াসহ কয়েকটি অনলাইন মাধ্যমে চাউর হতে থাকে―মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নন্দিত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ওই সময় বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এমনকি গায়িকারও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এবার বিষয়টি সিঙ্গাপুর থেকে স্পষ্ট করলেন সাবিনা ইয়াসমীন।
এ তারকা জানিয়েছেন, নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে নিয়ে কোনো মাধ্যমে যেন বিভ্রান্তি না ছড়ানো হয় বলেও অনুরোধ করেছেন। সিঙ্গাপুর থেকে একটি সংবাদমাধ্যমকে পাঠানো এক অডিওবার্তায় এমনটা জানিয়েছেন সাবিনা ইয়াসমাীন।
এ গায়িকা বলেন, আপনারা জানেন আমার ২০০৭ সালের অসুস্থতার কথা। তারপর থেকে আমাকে প্রতিবছর নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও তাই। তবে এবার আসার পর আমার দাঁতের একটি সমস্যা দেখা গেছে। চিকিৎসক আমাকে সেটা উঠিয়ে ফেলতে বলেছেন। এরই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি আমার ছোট একটা সার্জারি হয়।
তিনি বলেন, ডাক্তারের সঙ্গে আগামী ১৫ মার্চ আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট। ততদিন পর্যন্ত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকব। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক আমাকে যে পরামর্শ দেবেন, সেভাবেই চলব। এরপরই আপনাদের দোয়ায় দেশে ফিরব, ইনশাআল্লাহ।
অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অযথা কেউ বিভ্রান্তিমূলক কোনো তথ্য ছড়াবেন না। যা আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষয়ীদের জন্য কষ্টের কারণ হয়।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম ওর্যাল ক্যানসারে আক্রান্ত হন সাবিনা ইয়াসমীন। ওই সময় সবার উদ্যোগে সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। তারপর থেকে নিয়মিত চেকআপের মাধ্যমে সুস্থ রয়েছেন।