১৫ মার্চ ২০২৫, শনিবার



ঝাঁজ কমলো পেঁয়াজের, কেজিতে ১০ টাকা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ৩০ জানুয়ারী, ২০২৪, ০৯:৩১ এএম
ঝাঁজ কমলো পেঁয়াজের, কেজিতে ১০ টাকা


একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজিতে ১০ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম।  সোমবার (২৯ জানুয়ারি) খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা দরে হয়েছে।   মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিক্রি হচ্ছে ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে। এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে ক্রেতাদের মাঝে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) হিলি বাজারে পেঁয়াজ ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

ক্রেতারা বলছেন, এখন তো নতুন দেশি পেঁয়াজ বাজারের উঠেছে পেঁয়াজের কেজি ৫০ টাকা নিচে নামলে ভালো হতো। আর বিক্রেতারা বলছেন, আজ বাজারে পেঁয়াজের সরবরাহ একটু বেড়েছে তাই দামও কেজি কমেছে ১০ টাকা। আরও সরবরাহ বাড়লে দামও কমে আসবে। 

পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আব্দুল হালিম বলেন, ‘হিলিতে দেশি পেঁয়াজের দাম সোমবার এর চেয়ে কেজি ১০ টাকা কমেছে। ৮০ টাকা কেজির স্থালে মঙ্গলবার খুচরা বাজারে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’ 

আব্দুল হালিম আরও বলেন, ‘এখন দেশি পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা কেজি হলে সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো।’ 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. মোকারম হোসেন বলেন, ‘কয়েকদিন আগেতো পেঁয়াজের দাম আরও বেশি ছিল। ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি করেছি।  সোমবারও ৮০ টাকা কেজি দরে বিক্রি করেছি। মঙ্গলবার বাজারে পেঁয়াজের আমদানি বেড়েছে। আমরা পাইকারি ৬৫ টাকা কেজি দরে কিনে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

 মোকারম হোসেন আরও বলেন, ‘বাজারে সরবরাহ বাড়লে দামও আরও কমে আসতে পারে।’ 



আরো পড়ুন