১৫ মার্চ ২০২৫, শনিবার



পদ্মায় ফেরিডুবি: ১০ জনকে জীবিত উদ্ধার

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ জানুয়ারী, ২০২৪, ০৭:৩১ এএম
পদ্মায় ফেরিডুবি: ১০ জনকে জীবিত উদ্ধার


পদ্মার পাটু‌রিয়া ফে‌রিঘা‌টে ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় বেলা পৌনে ১১টা পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ এই তথ্য জানান।

এর আগে, বুধবার সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে  ফেরি ডুবে যায়। 

মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ বলেন, ‘ফেরিতে নয়টি যানবাহন ও যাত্রী ছিল। ফেরিতে থাকা মানুষের চিৎকার শুনে মাছ ধরা ট্রলারে স্থানীয়রা এসে ১০ জনকে উদ্ধার করে। খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। অনেকেই নিখোঁজ রয়েছেন।’

সর্বশেষ খবর অনুযায়ী জীবিত উদ্ধার করা ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।



আরো পড়ুন