বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডের আইকনিক স্কাই টাওয়ার থেকে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে দেশটি। এছাড়াও টোঙ্গা, সামোয়া, কিরিবাতির মতো প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জগুলোর বাসিন্দারাও স্থানীয় সময় রাত ১২টায় জড়ো হয়েছেন ২০২৩ সালকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তধ্য জানানো হয়েছে।
নতুন বছরকে বরণ করতে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা।
অকল্যান্ডের স্কাই টাওয়ারে ১০ সেকেন্ড ধরে চলে কাউন্টডাউট চলে। এরপর মনিটরে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ফুটিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে।
দুটি প্রধান দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড গঠিত। যার মধ্যে রয়েছে উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ। দুটি দ্বীপের সময়ই সমান।
এদিকে নতুন বছরকে বরণ করে নিতে অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনিতে জড়ো হয়েছে বহু মানুষ। নতুন বছরকে বরণ করে নিতে এখানে প্রতি বছর অনেক মানুষ জড়ো হয়। নতুন বছরকে বরণ করে নিতে সিডনির হারবর ব্রিজ এবং ওপেরা হাউজ আট টন আতশবাজি দিয়ে সাজানো হয়েছে।
ঢাকা বিজনেস/এমএ/