অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ১৮৯ রান। দুবাইতে অনুষ্ঠিত সেমিফাইনালে ১৮৮ রানে অল আউট হয়ে গেছে ভারত। বাংলাদেশের বোলিং তোপে ৪২.৪ ওভার পর্যন্ত টিকতে পেরেছে ভারতের ব্যাটসম্যানরা।
শুক্রবার সকালে টসে জিতে বোলিং নেন বাংলাদেশের অধিনায়ক রাব্বি। বল হাতে দারুণ সূচনা এনে দেন পেসার মারুফ মৃধা। ১৩ রানেই ৩ উইকেট হারায় ভারত। যার সবগুলোই নেন মারুফ। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন মারুফ। আরেক পেসার পেসার ইকবাল হোসেন ইমনও দুর্দান্ত বল করছেন। যদিও ৯ ওভারে ৩১ রান দিয়ে তিনি থেকেছেন উইকেট শূন্য। চার পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পেসার রোহানাত জীবন এবং স্পিনার পারভেজ জীবন নিয়েছেন দুটি করে উইকেট। অধিনায়ক রাব্বি নিয়েছেন এক উইকেট, আরেকটি ছিল রান আউট।
ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। দলীয় ৩, ১০ এবং ১৩ রানে তিনটি উইকেট হারায় তারা। ৩ রানে আউট হন আদর্শ সিং (২ বলে ২ রান), আরশিন কুলকার্নি ফেরেন ১০ রানে (৬ বলে ১ রান), ১৩ রানে ফেরেন উদয় (১০ বলে ০ রান)। তারা ৬১ রানে হারায় ৬ উইকেট। এরপর সপ্তম উইকেট জুটিতে ৮৪ রান তুলে মুশের খান এবং অভিষেক। মুশের খান ৫০ রানে আউট হলেও, অভিষেক করেন ৬২ও রান। মূলত এই দুজনই ভারতকে মোটামুটি লড়াই করার মতো পূঁজি এনে দেন। তা না হলে ১০০ রানের নিচেই থেমে যেতে পারতো ভারত।
শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টায় শুরু হয়েছে ওয়ানডে ফরমেটের এই ম্যাচ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের দশম আসর এটি। আজকের বিজয়ীরা ফাইনালে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যেকার জয়ী দলের বিপক্ষে নামবে শিরোপা লড়াইয়ে।
৮ দল নিয়ে দুবাইতে শুরু হয়েছিল এবারের এশিয়া কাপ। আগামি মাসে শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে এশিয়া কাপ খেলছে এশিয়ার শীর্ষদলগুলো।
এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবগুলো জিতে বি গ্রুপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেমিফাইনালেও দুর্দান্ত ছিল বাংলাদেশের বোলিং-ফিল্ডিং। ব্যাটিংয়েও ভরসা করার মতো একটি দল বাংলাদেশ।
ঢাকা বিজনেস/এমএ/