১৫ মার্চ ২০২৫, শনিবার



মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলেন পলাশ

বিনোদন ডেস্ক || ১৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪২ এএম
মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলেন পলাশ


মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলেন ‘কাবিলা’খ্যাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে মক্কা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি।

বাবা-মায়ের সঙ্গে মক্কা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে পলাশ লেখেন, ‘আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা মা-কে সাথে নিয়ে ওমরাহ পালন করলাম। আলহামদুলিল্লাহ।’

ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন পলাশ। মাস কয়েক আগেই তাবলিগে জামাতে সময় দিতে দেখা গিয়েছিল তাকে। সেসময় এই অভিনেতা বলেছিলেন, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা চরিত্র দিয়ে দর্শকমহলে পরিচিতি পান জিয়াউল হক পলাশ। এরপর কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে।

ঢাকা বিজনেসে/এমএ/



আরো পড়ুন