দক্ষিণ আফ্রিকার একটি প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। লিফটটি বিকল হয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ নভেম্বর) খনির অপারেটরের বরাত দিয়ে বার্তাসংস্থ এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইম্পালা প্লাটিনাম খনির মুখপাত্র এএফপি’কে বলেন, লিফটি উপরের দিকে কিছুটা উঠার পর অপ্রত্যাশিতভাবে নিচের দিকে নামতে থাকে। এতে লিফটে আটকা পড়ে ১১ জন মারা যায় ও ৭৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা বিজনেস/এমএ/