১৫ মার্চ ২০২৫, শনিবার



কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৪১ পিএম
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল


ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে সোমবার (২০ নভেম্বর) ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন এস্তেভাও উইলিয়ান। একটি গোল করেছেন লুইঘি হ্যানরি সোওজা সান্তোস। ইকুয়েডরের হয়ে একটি গোল শোধ করেছেন মাইকেল বারমুদেজ।

গ্রুপপর্বে ব্রাজিল একটি ম্যাচ হারলেও অপরাজিত ছিল ইকুয়েডর। কিন্তু টুর্নামেন্টে প্রথম হারেই ছিটকে যেতে হলো তাদের। এদিন অবশ্য বল দখলে আধিপত্য দেখিয়েছিল ইকুয়েডর। কিন্তু পিছিয়ে ছিল আক্রমণে। ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি শট নিয়ে ৩টি শট ছিল গোলমুখে। বিপরীতে ব্রাজিলের যুবাদের নেয়া ২১ শটের ১১টিই ছিল গোল বরাবর।

আক্রমণে পিছিয়ে থাকলেও ৬৯ মিনিট পর্যন্ত লড়াইয়ে ছিল ইকুয়েডর। ম্যাচের ১৪ মিনিটে সেলেসাওদের লিড এনে দিয়েছিলেন উইলিয়ান। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের দিকে বল বাড়িয়ে দেন ইলিয়াস। এক ডিফেন্ডারের বাধা কাটিয়ে বল দখলে নিয়ে কোনাকুনি শটে দূরের পোস্টে বল জড়ান উইলিয়ান। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল সেলেসাও যুবারা। কিন্তু বক্স থেকে নেয়া রায়ানের দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক ক্রিস্টিয়ান লুর।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলের রক্ষণের দুর্বলতায় বল জালে জড়িয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান বারমুদেজ। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। ম্যাচের প্রথমার্ধে ইকুয়েডর ব্রাজিলকে ভালোই চাপে রাখে। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ চালাতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

ম্যাচের ৭০ মিনিটে ফের গোলের দেখা পায় এস্তেভাও। এতে ২-১ এ এগিয়ে সেলেসাওরা। ২০ মিনিট পর ৯০তম মিনিটে লুইগির গোলে ব্যবধান বাড়ায় নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা। এতে শেষ পর্যন্ত ৩-১  গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন