১৪ মার্চ ২০২৫, শুক্রবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

পুনশ্চ সম্মাননা গ্রহণ করলেন আতাউল হক সিদ্দিকী-অরবিন্দ চক্রবর্তী

নওগাঁ প্রতিনিধি || ১৮ নভেম্বর, ২০২৩, ০৮:৪১ এএম
পুনশ্চ সম্মাননা গ্রহণ করলেন আতাউল হক সিদ্দিকী-অরবিন্দ চক্রবর্তী


শিল্প-সাহিত্য বিষয়ক ছোটকাগজ পুনশ্চ প্রবর্তিত ‘পুনশ্চ সম্মাননা-২০২৩’ গ্রহণ করলেন দুই জন। কবিতার জন্য  এই সম্মাননা পেলেন আতাউল হক সিদ্দিকী এবং লিটলম্যাগ ‘মাদুলি’ সম্পাদক অরবিন্দ চক্রবর্তী। শুক্রবার (১৭ নভেম্বর) নওগাঁ সরকারি কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, সভাপতিত্ব করেন পুনশ্চ লেখক সংঘের সভাপতি আবদুস সাত্তার মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আরিফুল হক কুমার, কামরুল বাহার আরিফ, মজিদ মাহমুদ, ইসলাম রফিক, মনজু রহমান, চিত্রশিল্পী রেজাউল হক, প্রফেসর মো. নাজমুল হাসান, মোহাম্মদ নূরুল হক, ঋজু রেজওয়ান, মামুন রশীদ, শিবলী মোকতাদির, প্রফেসর শরিফুল ইসলাম খান,তামিম মাহমুদ সিদ্দিক।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন