নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষ করলো ভারত। রোববার দুপুরে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে ৪১০ রানের বড় সংগ্রহ পায় ভারত। রোহিতদের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৬.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৪ রানে গুটিয়ে গেলো নেদারল্যান্ডস। ফলে ১৬০ রানের জয় পায় রোহিত শর্মার দল।
নেদারল্যান্ডসের হয়ে লক্ষ্য তাড়ায় উদ্বোধন করতে আসেন ওয়েসলি বারেসি ও ম্যাক্স ও’দাউদ। ম্যাচের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজের বলে সাজঘরে ফেরেন ওয়েসলি বারেসি। আউট হওয়ার আগে করেন ৪ রান। এরপর ক্রিজে আসেন কলিন আকারম্যান। আকারম্যানকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন ম্যাক্স ও’দাউদ।
তবে আশা জাগিয়েও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন আকারম্যান। ম্যাচের ১২ তম ওভারে কুলদীপ যাদবের বলে আউট হয়েছেন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৫ রান।
এর পর তিন ওভার না যেতেই সাজঘরে ফেরেন ম্যাক্স ও’দাউদ। রবীন্দ্র জাদেজার ঘূর্ণীতে কাটা পরেন তিনি। এসময় তিনি করেন ৩০ রান। এতে আবারও ছন্দপতন হয় ডাচদের।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সাইব্রান্ড এঙ্গেলব্রেখট। ৪৫ রান করে ফিরেছেন তিনি। ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসকে ফেরান বিরাট কোহলি। শেষদিকে একাই লড়াই করেছেন তেজা নিদামানুরু। অর্ধশতক পেরিয়ে রোহিত শর্মার বলে তিনি ফিরলে শেষ হয় ডাচদের ইনিংস।
ঢাকা বিজনেস/এমএ/