১৫ মার্চ ২০২৫, শনিবার



সবচেয়ে বড় পরাজয়ে লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক || ০২ নভেম্বর, ২০২৩, ০৫:৪১ পিএম
সবচেয়ে বড় পরাজয়ে লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার


ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতের মুখোমুখি শ্রীলংকা।যেখানে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে ১৯.৪ ওভারে ৫৫ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।ফলে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড এখন শ্রীলঙ্কার দখলে ও  বিশ্বকাপ ইতিহাসে রানের হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫৭ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ৫ ব্যাটার। সেই সঙ্গে আরেও তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

দলটির হয়ে উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। তবে ইনিংসের প্রথম বলেই নিশাঙ্কাকে সাজঘরের পথ দেখিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

এরপর বাইশ গজে আসেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়া করুণারত্নে ও সাদিরা সামারাবিক্রমা ব্যর্থ হয়ে শূন্য রানেই সাজঘরে ফিরেছেন। রানের খাতা খুললেও ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান মেন্ডিসও। তাকে বোল্ড করে ইনিংসের তৃতীয় উইকেট তুলে নেন সিরাজ।

এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন লঙ্কান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে ক্রিস সিলভারউডের শিষ্যরা।

ব্যাট হাতে অল্প সময় লড়াই করে সাজঘরে ফিরে যান কাসুন রাজিথা। সামির বলে গিলের তালুবন্দী হওয়ার আগে ১৪ রান করেন তিনি। এরপর উইকেটে এসেই সাজঘরে ফিরেন দিলশান মধুশঙ্কা। এতে লঙ্কানদের ইনিংস থামে ৫৫ রানে। যা বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড। আর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১৫তম সর্বনিম্ন রানের রেকর্ড। এতে ৩০২ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেন ইন ব্লুজরা। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন