১৫ মার্চ ২০২৫, শনিবার



মিরাজ-শান্তর উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ১৯ অক্টোবর, ২০২৩, ১০:৪০ এএম
মিরাজ-শান্তর উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ


বিশ্বকাপের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। তবে উদ্বোধন করতে আসা তামিমের আউটের পর ক্রিজে থিতু হওয়ার আগেই মিরাজ-শান্তর উইকেট হারিয়ে চাপে পরেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪.১ ওভার শেষে ৩ উইকেটে ১২৯ রান। ক্রিজে তৌহিদ হৃদয় ৪ বলে ২ রান ও লিটন দাস ৭৯ বলে ৬৫ রানে ব্যাট করছেন।

আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম করেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। এর পরই কুলদীপ যাদবের বলে ৫১ রান করে প্যাভিলিয়ন ফিরে যান তিনি। এর পর ক্রিজে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এর পর  ক্রিজে আসেন দলের ট্রাম কার্ড মেহেদী হাসান মিরাজ। তবে তিনিও এদিন ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। মোহাম্মদ সিরাজ বলে ৩ রান করে ফিরেছেন তিনি।

এদিন ভারতের বিপক্ষে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলছেন না সাকিব। তার পরিবর্তে টাইগারদের লিড দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সাকিবের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাজুম আহমেদের। এ ছাড়াও পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। 

তবে ভারত পূর্নশক্তির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন