ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় পিকআপচালক নিহত হয়েছেন। চালকের নাম জাকির হোসেন রোববার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত জাকির হোসেন আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।
ওসি জানান, রোববার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিলেটগামী পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই পিকআপভ্যান-চালক নিহত হন। এ ঘটনায় পিকআপভ্যনে থাকা নূরু মিয়া নামে একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, পিকআপভ্যান ও ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা বিজনেস/আজহার/এনই