১৪ মার্চ ২০২৫, শুক্রবার



হিলিতে ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ

হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট || ০৫ অক্টোবর, ২০২৩, ০৯:৪০ এএম
হিলিতে ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ


দিনাজপুরের হিলিতে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ক্যন্সার রোগীদের মাঝে সহায়তা চেক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বার) বেলা ১২ টায় উপজেলা পরিষদে চেক ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। 

চেক বিতরণকালে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ, পৌর মেয়র মো. জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান মো. শাহিনুর রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ঢাকা বিজনেসকে বলেন, সমাজসেবা অধিদপ্তরের অধীনে ৩৬ জন ক্যান্সারসহ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত নারী-পুরুষকে ৫০ হাজার টাকার চেক, ১৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাই সাইকেল ও ৬ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। 

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন