১৫ মার্চ ২০২৫, শনিবার



সেপ্টেম্বরে সারাদেশে ১৫ শতাধিক আগুনের ঘটনা

ঢাকা বিজনেস ডেস্ক || ০৩ অক্টোবর, ২০২৩, ০৭:৪০ এএম
সেপ্টেম্বরে সারাদেশে ১৫ শতাধিক আগুনের ঘটনা


২০২৩ সালের সেপ্টেম্বরে সারাদেশে ১ হাজার ৫৭৭ আগুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন।  আর আহত হয়েছেন ১১ জন। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫৫ আগুনের ঘটনা ঘটেছে। যা আগস্ট মাসের তুলনায় ২৭ বেশি। মঙ্গলবার (৩ অক্টেোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে সারাদেশে ১ হাজার ৫৭৭  আগুনের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৬০৩, ময়মনসিংহ বিভাগে ৬৩, চট্টগ্রাম বিভাগে ১৮৯, রাজশাহী বিভাগে ২২৫, খুলনা বিভাগে ১৩২, সিলেট বিভাগে ৫৭, বরিশাল বিভাগে ৬০টি ও রংপুর বিভাগে ২৪৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা কমেছে।

এর আগের মাস আগস্টে সারাদেশে ১ হাজার ৬৬৭টি আগুনের ঘটনা ঘটে।  এরমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫৫ আগুনের ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি। 

পরিসংখ্যানে দেখা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, তেজগাঁও, বারিধারা, উত্তরা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে। এর মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, বারিধারা এলাকায় সেপ্টেম্বর মাসে ১৬টি করে আগুনের ঘটনা ঘটে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে সারাদেশে ৭৮৭টি বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এতে ৭৭৭ জন আহত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন ১৮৪ জন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৯০টি। এছাড়া রান্নাঘরের গ্যাস সিলিন্ডার জনিত দুর্ঘটনা ১০টি, গ্যাস লাইনে ত্রুটিজনিত ১৩টি, লিফট দুর্ঘটনা ১৫টি, বজ্রপাত ১৯টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ১১৫টি দুর্ঘটনা ঘটে। সারাদেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ৭৪ জন মারা গেছেন।  

শুধু ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৪৯ টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। সিটি করপোরেশনের মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, পুরান ঢাকা এলাকায় দুর্ঘটনা বেশি ঘটছে। এছাড়া ঢাকা বিভাগে ১৫৯, ময়মনসিংহ বিভাগে ৫৫, চট্টগ্রাম বিভাগে ১০২, রাজশাহী বিভাগে ২০১, খুলনা বিভাগে ৮৮, সিলেট বিভাগে ২৭, বরিশাল বিভাগে ৪১ এবং রংপুর বিভাগে ১১৪ দুর্ঘটনা ঘটেছে।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে সারাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৩৫৪ কলের মাধ্যমে সেবা দিয়েছে। এছাড়া ১ হাজার ১৫২ কলের মাধ্যমে ১ হাজার ৯৮ জন রোগীকে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে। 

ঢাকা বিজনেস/এন/এনই



আরো পড়ুন