ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে ফানরান দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের লোকনাথ ট্যাংকের পাড় থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতায় পাঁচ কিলোমিটার ও দশ কিলোমিটার ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। লোকনাথ ট্যাংকের পাড় থেকে শুরু হয়ে শেখ হাসিনা সড়কের নির্দিষ্ট এলাকা ঘুরে তিতাস সেতুতে এসে শেষ হয়।
প্রতিযোগী বীর কুমার বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে আমি অনোকটাই খুশি। আমি মনে করি প্রত্যেকের জীবন সুস্থ ও সবল রাখার জন্য দৌড়ের কোনো বিকল্প নেই। আমাদের সবার উচিৎ অন্তত ১ঘন্টা প্রতিদিন দৌড়ানো।’
প্রতিযোগী মো. হানিফ বলেন, ‘আমি পাঁচ কিলোমিটার প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছি বেশ ভাল লেগেছে। আমার বেশ কয়েকজন বন্ধুও অংশ গ্রহন করেছে। আমরা অনেক আনন্দ করেছি।’
অনুষ্ঠানের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক মো. রাজন মিয়া বলেন, আমরা সুস্থ্য দেহ ও সবল মনের জন্য ২০২১ সালে একটি সংগঠন করেছিলাম। এখন সংগঠনের সক্রিয় রানার সংখ্যা শতাধিক। এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন অন্তত আড়াই হাজার সদস্য।’
ঢাকা বিজনেস/এমএ/