১৫ মার্চ ২০২৫, শনিবার



টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৯ এএম
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। ইতোমধ্যে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত-শ্রীলঙ্কা। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিয়মরক্ষার ম্যাচে শেষটা জয়দিয়ে রাঙাতে চায় টিম টাইগার্স। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সাড়ে তিনটায়  ব্যাটিংয়ে নামবে টাইগাররা।  খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টেস।

বাংলাদেশের একাদশ

লিটন দাস, তানজিদ তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইষান কিষাণ, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রাসিধ কৃষ্ণা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন