বগুড়ার সারিয়াকান্দিতে মুহূর্তেই যমুনার তীরবর্তী শতাধিক বাড়ি নদীর পানিতে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে কামালপুর ইউনিয়নের ইছামারা মোড় এলাকায় বন্যা নিয়ন্ত্রণের পুরাতন বাঁধের পূর্বপাশে এ ঘটনা ঘটে। এরপর সহস্রাধিক পরিবার তাদের বাড়িঘর সরিয়ে ফেলেছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত মানুষ বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধিসহ সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
ইছামারা মোড় থেকে একটি বাঁধ পূর্ব যমুনা নদীর দিকে প্রায় ৫০০ মিটার বিস্তৃত ছিল। গত ২৫ বছর আগে এই বাঁধের পাশে শতাধিক পরিবার বসতি গড়ে তোলে। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে হঠাৎ করে যমুনার তীব্র স্রোতের কারণে বাঁধ ভাঙতে শুরু করে। এরপর বাড়িঘর চোখের পলকে পানির নিচে তলিয়ে যায়। ফলে তারা বাড়ি ঘর এবং ঘরের মধ্যে থাকা জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারেনি।
শাহানাজ বেগম নামে একজন গৃহবধূ বলেন, ‘গত ২৫ বছর ধরে এখানে বসবাস করছি। প্রতিবার যমুনা সময় দিলেও আজ আর কোনো সময় দেয়নি। পরনের কাপর ছাড়া আমার আজ আর কিছুই নেই। আমার সব শেষ হয়ে গেছে।’
কুলসুম খাতুন বলেন, ‘এখানে ৫ বছর ধরে আছি। আজ ঘর যমুনায় চলে গেছে। ঘরে ৫০ হাজার টাকার শুধু ফার্নিচারই ছিল। কিছুই রক্ষা করতে পারিনি।’
আরিফুল ইসলাম নামে একজন যুবক বলেন, ‘দোকান ঘরের ফ্রিজ ছাড়া কিছুই বের করতে পারিনি। বাড়ি তো গেছেই সঙ্গে দোকান ঘরও নেই।’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক বলেন, ‘আমরা সবাইকে অবহিত করেছি। আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার কাজ শুরু করেছি। এ কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’
ওসি রাজেশ কুমার বলেন, ‘জান-মালের নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।’
ঢাকা বিজনেস/এইচ