১৫ মার্চ ২০২৫, শনিবার



বিএনপি বিদেশি লবিস্টদের দাওয়াত করে আনছে: কামরুল

স্টাফ রিপোর্টার || ৩১ আগস্ট, ২০২৩, ০৭:৩৮ এএম
বিএনপি বিদেশি লবিস্টদের দাওয়াত করে আনছে:  কামরুল


বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেড কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তাদের দাওয়াত করে আনছে।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে কামরুল এসব কথা বলেন। 

কামরুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচন প্রধানমন্ত্রী  শেখ হাসিনার অধীনেই হবে। কোনো তত্ত্বাবধায়কের অধীনে হবে না। যারা নির্বাচনে জয়ী হবেন, তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করা করবেন বঙ্গবন্ধু কন্যা।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ‘আওয়ামী লীগ চায়, সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির কোনো দল। প্রধান বিরোধী দলও মুক্তিযুদ্ধের পক্ষের দল থাকবে।’

অনুষ্ঠানে প্রধান আলোচক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আবারও ২০০৭ সালের প্রধান কুশিলব ড. ইউনূস আলোচনায় এসেছেন। তাকে উপলক্ষ করে ষড়যন্ত্র হচ্ছে। একজন অপরাধীর হয়ে বিদেশিদের চিঠি দুঃখজনক।'

হানিফ বলেন, ‘ড. ইউনূস শান্তিতে নোবেল পেলেন কী করে আমার বোধগম্য হয় না। তিনি মাইক্রোক্রেডিট নিয়ে সুদের ব্যবসা করেছেন। এই ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে সর্বস্বান্ত হয়ে ১০ হাজার মানুষ ঢাকায় রিকশা চালাচ্ছেন। ঝিনাইদহের ৩৬টি পরিবারের মেয়েরা ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছিলেন। এই তার নমুনা। তিনি বাংলাদেশ থেকে টাকা লুট করে নিয়ে গেছেন।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/মাহি/এনই



আরো পড়ুন