টাঙ্গাইলে এক মঞ্চে উপস্থিত হয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী । বুধবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠানের তারা একসঙ্গে মঞ্চে উপস্থিত হন।
দীর্ঘদিন পর একই মঞ্চে তিন সিদ্দিকীকে দেখা গেছে। কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাই এর সভাপতিত্বে ও কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়।
ঢাকা বিজনেস/এমএ/