১৪ মার্চ ২০২৫, শুক্রবার



হাসপাতালে তানজিন তিশা

বিনোদন ডেস্ক || ০৮ আগস্ট, ২০২৩, ০৮:৩৮ এএম
হাসপাতালে তানজিন তিশা


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আমেরিকা থেকে দেশেই ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। নিজের অসুস্থতার বিষয়টি তিশা নিজেই সবাইকে নিশ্চিত করেছেন।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন তানজিন তিশা। তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। কিন্তু গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল। যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে অনেকের ফোন কল রিসিভ করতে পারিনি।’ 

এরপর বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তিশা আরও লেখেন , ‘আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। গতকাল তীব্র জ্বর ও প্রচন্ড শরীর ব্যথায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন