অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ 'বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩' পেলেন শরীয়তপুর জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
গত ২০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব, মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
আগামী সোমবার (৩১ জুলাই) সকাল ১১.০০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই পদক দেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, 'শরীয়তপুরে যেই অনাবাদি জমি ছিলো সে সকল অনাবাদি জমিকে আবাদি হিসেবে রূপান্তরিত করেছি। বিদেশে শরীয়তপুরের শাকসবজি রপ্তানি হয়েছে। আমার যারা অফিসার ছিলেন, তাদের অনেক প্রচেষ্টা ছিল। তাদের জন্যই আজকের এই বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেয়েছি। আমার অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
ঢাকা বিজনেস/সাইফুল/এন/