১৫ মার্চ ২০২৫, শনিবার



টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল সংবাদদাতা || ০২ জুলাই, ২০২৩, ১১:৩৭ এএম
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


টাঙ্গাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম নামে ১ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে ঘাটাইলের ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল উপজেলার দিগড় গ্রামের সাবেক সেনা সদস্য বাবুল হোসেনের ছেলে। 

ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাফি হামিদপুর থেকে মোটরসাইকেলে ঘাটাইলের দিকে যাচ্ছিলো।  টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়। 

ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘এঘটনায় প্রাইভেটকারটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন