১৪ মার্চ ২০২৫, শুক্রবার



সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

স্টাফ রিপোর্টার || ৩০ জুন, ২০২৩, ০৬:৩৬ এএম
সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট


রাজধানীর সদরঘাটে ‘ময়ূর-৭’ নামের একটি লঞ্চে আগুন লেগেছে।

শুক্রবার (৩০ জুন) বেলা ১১টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ১২টি ইউনিট সেখানে কাজ করছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‌‘আজ বেলা ১১টার দিকে সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই। আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।’

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।

প্রসঙ্গত, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন