১৫ মার্চ ২০২৫, শনিবার



আমদানির বন্দর হিলিতেই মিলছে না ভারতীয় কাঁচামরিচ

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৯ জুন, ২০২৩, ০৭:৩৬ এএম
আমদানির বন্দর হিলিতেই মিলছে না ভারতীয় কাঁচামরিচ


দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ঈদ উপলক্ষে বন্দর বন্ধের একদিন আগে সোমবার ( ২৬ জুন) শুরু কাঁচামরিচ আমদানি। একদিনেই আমদানি হয় ২৭ মেট্রিক টন কাঁচামরিচ।  কিন্তু স্থানীয় ক্রেতাদের অভিযোগ, যেই হিলি দিয়েই আমদানি হয়েছে, সেই বন্দরের বাজারেই মিলছে না ভারতীয় কাঁচামরিচ। 

স্থানীয় পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, ২৬ জুন ভারত থেকে আসা কাঁচামরিচ ১ কেজিও হিলি বাজারে আসেনি। পোর্ট থেকেই বাইরের পাইকাররা কিনে নিয়ে গেছেন। তাই তারা দেশি কাঁচামরিচই বিক্রি করছেন। সরবরাহ কম। প্রতিকেজি কাঁচা মরিচ প্রকারভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

পানামা হিলি পের্টের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘মঙ্গলবার ( ২৭ জুন) জুন থেকে  ২ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আবার শুরু হবে সোমবার (৩ জুলাই) থেকে। 

এদিকে, হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মো. করিমউল্লা বলেন, ‘গত শনিবার ( ২৪ জুন) প্রতিকেজি কাঁচা মরিচ কিনেছিলাম ১৪০ টাক কেজি দরে।’ তিনি আরও বলেন, ‘আভাস পাচ্ছিলম, ২৬ জুন কাঁচামরিচ আমদানি শুরু হবে। তাই ভেবেছিলাম দাম হয়তো কমবে। কিন্তু ঘটলো উল্টোটা। ১৪০ টাকার জায়গায় বুধবার ২৮০ টাকা কেজি দরে কিনতে হলো।’

পাইকারি কাঁচামরিচ বিক্রেতা মো. লাল চান মিয়া ও খুচরো বিক্রেতা মোকারম হোসেন বলেন, ‘২৬ জুন ভারত থেকে কাঁচামরিচ বন্দর দিয়ে এলো। কিন্তু আমরা গিয়ে ১ কেজি কাঁচামরিচও পাইনি। তাই কৃষকদের কাছ থেকে দেশি কাঁচামরিচ কিনে ২৫০ থেকে  ২৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন আমদানিকারক বলেন, ‘সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ার খবরে ঢাকাসহ অনান্য জায়গার পাইকারি কাঁচা মরিচ ক্রেতারা আগে থেকেই হিলিতে অবস্থান করছিলেন। যে ২৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছিল, সেগুলো ওই দিনই  বাইরের পাইকাররা কিনে নিয়ে যান। এ কারণে স্থানীয় বিক্রেতারা কোনো কাঁচামরিচ কিনতে পারেননি।’ তারা আরও বলেন, ‘ঈদের ছুটির পর আমদানি শুরু হবে। তখন কাঁচা মরিচের দাম স্বাভাবিক হয়ে আসবে। এখানেও পাওয়া যাবে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-সহকারী মো.ইউসুফ আলী ঢাকা বিজনেসকে বলেন, ‘গেলো বছরের ২৪ আগস্ট থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। গত রোববার ( ২৫ জুন) সরকার আবারও কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। এর ফলে সোমবার ( ২৬ জুন ) থেকেই হিলিবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়।’

ইউসুফ আলী আরও বলেন, ‘হিলির ৬ আমদানিকারক প্রতিষ্ঠান এই পর্যন্ত ২৭ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছে।’

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন