টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি উপছে হাওর তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উৎকণ্ঠায় দিন কাটছে ভাটি অঞ্চলের মানুষের। এদিকে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢলের পানি কয়েক দিনে জেলার সব নদী দিয়ে নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হওয়ায় হাওর পানিতে প্লাবিত হয়েছে। ইতোমধ্যে জেলার টাঙ্গুয়ার হাওর, করচার হাওর, মাটিয়ান, শনিসহ বিভিন্ন উপজেলার হাওর পানিতে তলিয়ে গেছে। পানির নিচে চলে গেছে নিম্নাঞ্চলের সড়কও।
টাঙ্গুয়ার হাওর পাড়ের বাসিন্দা জহির উদ্দিন বলেন, ‘টানা বৃষ্টি আর অব্যাহত পাহাড়ি ঢলের পানিতে হাওর ডুবে গেছে। পানি বাড়ছে। আল্লাহ ভালো জানেন গত বছরের মতো ঘর-বাড়িতে পানি উঠে যায় কি-না।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা বলেন, ‘জেলার নদ-নদীর পানি বিপৎসীমার ১৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সীমান্তবর্তী এলাকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।’
ঢাকা বিজনেস/এইচ