১৪ মার্চ ২০২৫, শুক্রবার



ক্যাম্পাস
প্রিন্ট

গণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ফল উৎসব

হুমায়রা রহমান সেতু, গবি || ১৪ জুন, ২০২৩, ০৬:৩৬ পিএম
গণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ফল উৎসব


বিভিন্ন মৌসুমি ফলের ঘ্রাণে মুখরিত চারপাশ। যেন জানান দেয় প্রকৃতিতে জ্যৈষ্ঠের বিচরণ। বুধবার (১৪ জুন) জ্যৈষ্ঠ মাসের শেষ দিনে বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

বুধবার দুপুরে গবিসাস কার্যালয়ে এ উৎসব হয়। এতে আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, সফেদা, পেয়ারাসহ প্রায় ১৬ প্রজাতির ফলের সমাহার ছিল।

গবিসাসের উদ্যোগে প্রতিবারের ন্যায় আয়োজিত এ উৎসবে ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। 

এ ছাড়াও, এ উৎসবে গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সব সংগঠনের নেতারা গবিসাসের এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রাবিব কামাল প্রিয়ম বলেন, ‘মৌসুমের সঙ্গে মিল রেখে গবিসাসের এমন আয়োজন প্রশংসনীয়। মৌসুমি সব ফলকে সুন্দরভাবে সাজানো দেখে ভালো লাগছে। এমন একটি উৎসবে আসতে পেরে আমি আনন্দিত। এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে তুলে ধরে। আশা করছি গবিসাস তাদের এমন সংস্কৃতিমনা উৎসবগুলোর ধারা অব্যাহত রাখবে।’

এ অনুষ্ঠানে উপস্থিত কলা ও  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নীলুফার সুলতানা বলেন, ‘মধুমাসে চলছে বাহারি রঙ-বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মেলা। আর এই মধুমাসকে নানা ফলের অপূর্ব সমাহারে বরণ করে নেওয়ার আয়োজন প্রশংসার দাবিদার। যারা এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমি গবিসাসের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।’

গবিসাসের মৌসুমি ফল উৎসবে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি বরাতুজ্জামান স্পন্দন বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, প্রতিটি ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়ার মাধ্যমে আজকে সফল হতে যাচ্ছে প্রতিষ্ঠা লগ্নের ঐতিহ্য প্রতি বছরের এ মধুমাসের গবিসাস ফল উৎসব।’

উৎসবে গবিসাসের সাধারণ সম্পাদক হাসিব মীর, যুগ্ম সম্পাদক মো. রুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক আখলাক-ই-রাসুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা জান্নাত পিংকিসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন