৮ বছর আগে অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা 'ওপেন টি বায়োস্কোপ' মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। এবার ওটিটিতে দেখা যাবে ঋদ্ধি-ঋতব্রত-সুরঙ্গনা অভিনীত এই সিনেমা। সুখবরটি জানিয়েছেন ঋদ্ধি নিজেই। ৪ জুন থেকে ভুট-এ দেখা যাবে ছবিটি।
পরিচালক অনিন্দ্যর হাত ধরেই একসঙ্গে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দোপাধ্যায়। সেই ৮ বছর আগের নস্টালজিয়া আবার এসেছে নতুনভাবে। ঋদ্ধি বলেন, ‘খুব ভাল লাগছে যে ৮ বছর পরেও আমাদের সিনেমাটা নিয়ে আবার নতুন করে চর্চা হবে। শুধু বাংলার দর্শক নন, সারা বিশ্বের মানুষ চাইলে এ বার দেখতে পারবেন ওপেন টি বায়োস্কোপ। যারা বার বার ফিরে দেখতে চান, তাদের জন্য তো রইলই।’
ঋদ্ধির কাছে ‘ওপেন টি বায়োস্কোপ’ একটি যাত্রা। যা শেষ হয়ে যায়নি শুরুর বছরেই, বরং খুলে দিয়েছে অনন্ত পথ। বন্ধুত্বের ক্যালাইডোস্কোপে চোখ রেখেই তিনি চিনেছেন আনন্দ, রাগ, দুঃখ, অভিমান। যেগুলি তার কথায় রঙিন কাচের টুকরোর মতো। ক্যালাইডোস্কোপের চাকা ঘোরালেই বদলে যায় রঙের সমন্বয়।
শ্রীজাতের কবিতা, চন্দ্রবিন্দুর গান ছিল ‘ওপেন টি বায়োস্কোপ’-এর অন্যতম আকর্ষণ। অভিনয়ে একঝাঁক তরুণ তারকা ছাড়াও মন ছুঁয়েছিলেন আগের প্রজন্মের কৌশিক সেন, সুদীপ্তা চক্রবর্তী কিংবা তারও আগের প্রজন্মের পরান বন্দ্যোপাধ্যায়। সূত্র : আনন্দবাজার
ঢাকা বিজনেস/এন/