১৫ মার্চ ২০২৫, শনিবার



প্রযোজনায় জেনিফার লরেন্স

বিনোদন ডেস্ক || ২৩ মে, ২০২৩, ০৯:৩৫ এএম
প্রযোজনায় জেনিফার লরেন্স


অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। তবে, প্রযোজক হিসেবেও সম্প্রতি আত্মপ্রকাশ করেছেন তিনি। কিছুদিন আগে একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। আবারও প্রযোজনার জন্যই উঠে এসেছেন শিরোনামে। তবে এবার তিনি প্রযোজনা করেছেন একটি তথ্যচিত্র। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে অনেকটা গোপনেই হয়ে গেল এর প্রদর্শনী।

আফগানিস্তানের প্রেক্ষাপটে নির্মিত তথ্যচিত্রটির নাম ‘ব্রেড অ্যান্ড রোজেস’। রবিবার (২১ মে) এই তথ্যচিত্রের প্রদর্শনীর জন্য কানের লালগালিচায় দেখা গেল জেনিফারকে।

২০২১ সালে ৩ আফগান নারীর প্রাত্যহিক জীবনের চিত্র ফুটে উঠেছে এই ডকুমেন্টারিতে। ‘ব্রেড অ্যান্ড রোজেস’-এর একটি দৃশ্যে সাহসী আফগান নারীর সঙ্গে যোদ্ধার বাদানুবাদের মুহূর্তটি কেন তাৎপর্যপূর্ণ, বিবিসিকে সেই কথা জানিয়েছেন জেনিফার লরেন্স।

জেনিফার বলেন, ‘আফগান নারীদের উপেক্ষা করা দেখে আমার হৃৎকম্পন বেড়ে যাচ্ছিল। নারীরা লড়াই করছে, আপনারা গল্পের এই দিকটা দেখতে পাচ্ছেন না, এটাই আমাদের চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশ।’

বিবিসিকে লরেন্স বলেন, ‘আফগান নারীদের হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভাবনটা খুবই দুঃসহ। নিজ দেশে তাদের নিজেদের কোনো স্বাধীনতা নেই। তাদের জীবনের গল্প তাদের নিজেদের মতো করে ডকুমেন্টারিতে তুলে আনতে সুযোগ দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ।’

এই ডকুমেন্টারি তৈরি করেছে প্রযোজনা কোম্পানি ‘এক্সলিন্টে ক্যাডাভার’। ২০১৮ সালে লরেন্স ও তার বন্ধু জাস্টিন সিয়ারোচি এটি প্রতিষ্ঠা করেন।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন