১৫ মার্চ ২০২৫, শনিবার



এবার যুক্তরাষ্ট্রে গাইবেন জেমস

বিনোদন ডেস্ক || ১৩ মে, ২০২৩, ১০:৩৫ এএম
এবার যুক্তরাষ্ট্রে গাইবেন জেমস


দেশে রক ব্যান্ডের যাত্রা শুরু জেমসের হাত ধরে। তার কনসার্ট মানেই হাজার দর্শকের উপস্থিতি। এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন ‘নগরবাউল’ জেমস। সেখানে বৈশাখী মেলার কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় এই ব্যান্ড তারকা। জানা গেছে, দীর্ঘ ১৮ বছর ধরে নর্থ মিয়ামি বিচে আয়োজিত হচ্ছে বৈশাখী মেলা। এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস।

আগামী ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সেখানে জেমসের সঙ্গে আরও গাইবেন বিন্দু, কণা, সায়রা রেজা ও ভারতের প্রিয়ংবদা ব্যানার্জি।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমে বলেন, 'চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বো আমরা। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরও ১০টি স্টেটে শো রয়েছে আমাদের।'

তিনি আরও বলেন, 'কনসার্টের এই সংখ্যা আরও বাড়বে। কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই ১ মাস দেশটিতে থাকব।'

প্রসঙ্গত, সবশেষ গেলো ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। আর গানের সুরও করেছেন তিনি নিজেই। গানটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন