১৫ মার্চ ২০২৫, শনিবার



১৪ বছর পর কলকাতায় সালমান

বিনোদন ডেস্ক || ১১ মে, ২০২৩, ০৮:৩৫ এএম
১৪ বছর পর কলকাতায় সালমান


বলিউড ভাইজান সালমান খান। নতুন সিনেমা 'কিসি কা ভাই কিসি কা জান' সিনেমা নিয়েই তিনি ব্যস্ত। গত ইদেই মুক্তি পেয়েছিল সিনেমাটি। সব ব্যস্ততা কাটিয়ে দীর্ঘ ১৪ বছর পরে কলকাতা সফরে আসছেন সালমান খান। শনিবার (১৩ মে) কলকাতায় পৌঁছাবেন অভিনেতা। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন।

শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সালমানের ‘দাবাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। শো-তে সালমানের সঙ্গে যোগ দেবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক তারকা।

কলকাতা সফর প্রসঙ্গে সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে অভিনেতা বলেছেন, ‘১৩ তারিখ কলকাতা আসছি। আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা করছি সকলের ভালো সময় কাটবে। দেখা হচ্ছে।’

কলকাতায় সালমানের এই শো-এর আয়োজন করেছে সোহেল খান এন্টারটেইনমেন্ট। সালমানের শো-এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এ তাদের কী আলাপ হয় তা জানার অপেক্ষায় কলকাতাবাসী।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন