১৪ মার্চ ২০২৫, শুক্রবার



ইমরান খানের পর এবার তার দলের মহাসচিব গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || ১০ মে, ২০২৩, ০৯:৩৫ এএম
ইমরান খানের পর এবার তার দলের মহাসচিব গ্রেপ্তার


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব আসাদ উমরকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ মে) ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির সংবাদমাধ্যম ডন এর একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

আসাদ উমরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ফয়সাল চৌধুরী জানান, আদালতের মূল প্রবেশদ্বার থেকে আসাদ উমরকে নিয়ে যাওয়া হয়েছে। তবে পিটিআইয়ের মহাসচিবকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ইসলামাবাদ পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড সিনিয়র আসাদ উমরকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন।

পাকিস্তানের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি আবেদন দাখিলের প্রস্তুতি নেওয়ার সময় আসাদ উমরকে আইএইচসি বার অ্যাসোসিয়েশনের অফিসের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। মূলত গ্রেপ্তার হওয়ার আগে সেখানে তিনি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আবেদন জানাচ্ছিলেন। তাকে গ্রেপ্তারের সময় পিটিআই আইনজীবীরা পুলিশকে বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন