১৫ মার্চ ২০২৫, শনিবার



বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মাহবুব আলম

ঢাকা বিজনেস ডেস্ক || ১০ মে, ২০২৩, ০৭:৩৫ এএম
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মাহবুব আলম মাহবুব আলম


বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) কর্মরত বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহবুব আলমকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।   

এতে বলা হয়েছে, মোহাম্মদ মাহবুব আলম ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং পরে ২০১০ সাল থেকে বাংলাদেশ  ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসে কর্মরত ছিলেন। 

মোহাম্মদ মাহবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালে ইউএনডিইএসএ পরিচালিত ‘ইন্টারন্যাশনাল ডিপ্লোমা অন ম্যাক্রোইকোনোমিক মডেলিং ফোর্সকাস্টিং’ বিষয়ে বিশেষ কোর্স ছাড়াও আইএমএফ, এডিবি, আইটিইউ ও এপিজি পরিচালিত সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন। 

দাপ্তরিক প্রয়োজনে বিভিন্ন সময়ে তিনি ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন।

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন