১৫ মার্চ ২০২৫, শনিবার



১ টাকায় ঈদ বাজার

নরসিংদী প্রতিনিধি || ২০ এপ্রিল, ২০২৩, ০৭:৩৪ এএম
১ টাকায় ঈদ বাজার


নরসিংদীতে ১ টাকায় ঈদ বাজারের আয়োজন করেছে উদ্দীপ্ত তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। বুধবার (১৯ এপ্রিল) বিকালে পলাশ উপজেলার থানা সদর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়-হতদরিদ্রদের জন্য এই ঈদ বাজারের আয়োজন করা হয়। 

‘আমাদের কাছে একটি হাসি মানে একটি সুন্দর পৃথিবী’-এই শ্লোগানে ঈদ বাজারের আয়োজন করে সংগঠনটি। এই ঈদ বাজারে ১ টাকার বিনিময়ে সেমাই, চিনি, চাল, আলু, ডাল, তেল, পেয়াজ, নুডুলসসহ ৯টি পণ্য কিনেছেন নিম্ন আয়ের মানুষ।

উদ্দীপ্ত তারুণ্য পলাশ উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে ২৭০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের হাতে এই ঈদ বাজার তুলে দেন  নরসিংদী-২ পলাশ  আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশ্রাফ খাঁন দিলীপ।


রফিকুল ইসলাম শান্ত বলেন, 'সমাজের অবহেলিত অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন স্কুল-কলেজে পড়ূয়া তরুণদের নিয়ে ২০১৯ সাল এ সংগঠনটির যাত্রা শুরু হয়। সমাজের বিত্তবান যারা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন সময় অর্থ সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের হাতে তুলে দেই। তারই ধারাবাহিকতায় অন্যান্য সময়ের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এই আয়োজন।'

তিনি আরও বলেন, 'এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি আমরা। বিশেষ করে করোনা মহামারিতে এই সংগঠনের ভূমিকা ছিল অতুলনীয়। এবার ঈদ সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই মূলত ১ টাকায় ঈদ বাজারের এই আয়োজন।'

এই সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও থানা সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস প্রমুখ।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন