কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে জেলিফিশ। বুধবার (২৯ মার্চ) বিকালে সৈকতের কলাতলী পয়েন্টে এসব জেলিফিশ ভেসে আসে।
খবর পেয়ে সন্ধ্যার পর ভেসে আসা জেলিফিশের নমুমা সংগ্রহ করতে যায় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) একদল বিজ্ঞানী।
এ বিষয়ে বোরির কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই। লোবোনিমুইডিস রোবোস্টাস বা সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোনো ধরনের ক্ষতি হয় না। তবে আরও বিস্তারিত গবেষণার জন্য তারা নমুনা সংগ্রহ করছেন।
তরিকুল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাকৃতিকভাবেই এসব জেলিফিশ ভেসে এসেছে সৈকতে।’
এর আগে গেলো বছরের নভেম্বর ও আগস্ট মাসে আরও দুই দফা কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক জেলিফিশ ভেসে এসেছিল।
তাফহীম/এম