১৪ মার্চ ২০২৫, শুক্রবার



ক্যাম্পাস
প্রিন্ট

স্বাধীনতা দিবসে ফ্রি চিকিৎসাসেবা দিলো ভিলেজ ডক্টর ফাউন্ডেশন

গবি প্রতিনিধি || ২৬ মার্চ, ২০২৩, ০৫:৩৩ পিএম
স্বাধীনতা দিবসে ফ্রি চিকিৎসাসেবা দিলো ভিলেজ ডক্টর ফাউন্ডেশন


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সামনে পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে বেসরকারি অলাভজনক সংস্থা ভিলেজ ডক্টর ফাউন্ডেশন। 

রোববার (২৬ মার্চ) স্মৃতিসৌধের ২ নম্বর গেটের একপাশের নির্মিত অস্থায়ী ক্যাম্পে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা শহীদ মল্লিক, চেয়ারম্যান উজ্জ্বল কুমার সাহা, ম্যানেজার সজল সিংহসহ সংস্থাটির অন্য কর্মকর্তা, কর্মচারি এবং শুভাকাঙ্ক্ষীরা।

ক্যাম্প থেকে হতদরিদ্র সহস্রাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় এবং ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার বিতরণ করা হয়। 

এ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান উজ্জ্বল কুমার সাহা বলেন, ‌‘স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই, তবে তা ভোগ করার সৌভাগ্য সবার হয়নি। আমরা ভিলেজ ডক্টর সবসময় সব ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। তারই কার্যক্রমের একটি অংশ আজকের এই আয়োজন। ভিলেজ ডক্টর গণমানুষের সেবায় প্রতিষ্ঠিত। সামনের দিনগুলোতে এই ধরনের কার্যক্রম আমরা করে যাবো।’

উল্লেখ্য, মানুষ ও মানবতার জন্য স্লোগান নিয়ে ২০২২ সালের ২৫ নভেম্বর গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্যের কিছু উদ্যোম তরুণের হাত ধরে সাভারে প্রতিষ্ঠা লাভ করে ভিলেজ ডক্টর ফাউন্ডেশন। প্রতিষ্ঠানর পর থেকেই নানামুখী সমাজ সেবা ও সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন