ঘরের মাটিতে আজ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়েছে আইরিশদের বিপক্ষে লড়াই। শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
এদিকে, গত ৬ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলে ছিলেন মেহেদী হাসান মিরাজ। সে ম্যাচে দুই পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেনকে খেলায় বাংলাদেশ। আজ চোটে পড়া মিরাজের জায়গায় ফিরলেন তাসকিন। বাদ পড়েছেন আফিফ হোসেন। তার জায়গায় দলে ফিরেছেন ইয়াসির আলী।
এবার ওয়ানডে অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের। তিনি পেলেন ওয়ানডে ক্যাপ। ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেখেছে বাংলাদেশ।
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হৃদয়। ১২ ইনিংসে ৩৬.৬৪ গড়ে তিনি করেছিলেন ৪০৩ রান। হৃদয়ের স্ট্রাইক রেট ছিল ১৪০-এরও বেশি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড আসার আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল।
এই সংস্করণে এ পর্যন্ত ১০ বার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়ে ৭ বারই জিতেছে বাংলাদেশ। হার ২টিতে, একটি ফলহীন। ২০১০ থেকে হিসেব করলে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৪ ওয়ানডেতেই জিতেছে বাংলাদেশ।
ঢাকা বিজনেস/এম