১৪ মার্চ ২০২৫, শুক্রবার



পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক || ১৭ মার্চ, ২০২৩, ০৫:৩৩ পিএম
পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এই আদালত রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শুক্রবার (১৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটিতে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগ ওঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হেয়ছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে পুতিন এবং মারিয়া আলেক্সিয়েভনা লভোভা বেলোভার বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক নির্বাসিত করার অভিযোগ আনা হয়েছে।

আদালত জানিয়েছে, জোরপূর্বক ইউক্রনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ায় নিয়ে যাওয়ার মতো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে।

প্রসঙ্গত, জাতিসংঘের একটি তদন্ত দলের প্রতিবেদন প্রকাশের পরপরই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো পুতিনের বিরুদ্ধে।

এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি মস্কো।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন