১৪ মার্চ ২০২৫, শুক্রবার



গুলিস্তানে ভবনে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭

স্টাফ রিপোর্টার || ০৭ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম
গুলিস্তানে ভবনে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭


রাজধানীর গুলিস্তানের একটি সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত  ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। মঙ্গলবার (৭মার্চ) বিকালে এই বিস্ফোরণ ঘটে। ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হক  বলেন, ‌‘নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার  জানান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণ ঘটেছে। বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ১১ ইউনিট কাজ করছে।  

এদিকে, ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ  জানান, গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন