১৫ মার্চ ২০২৫, শনিবার



পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক || ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম
পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের


পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তিনি মেয়াদ শেষের আগেই এ ঘোষণা দেনে। এর মধ্যে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, আগামী জুনের শেষ নাগাদ তিনি বিশ্বব্যাংক প্রধানের পদ ছাড়বেন। ২০২৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকে নিয়োগ পেয়েছেন ডেভিড ম্যালপাস। প্রায় এক বছর আগেই তিনি ওই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। বিবৃতিতে ম্যালপাস বলেন, ‘অনেক চিন্তার পর আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রয়টার্স জানায়, গত মঙ্গলবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ম্যালপাস। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার সিদ্ধান্তের কথা জানান।

জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংক যে পদ্ধতিতে বৃহত্তর ঋণ প্রদান কর্মসূচি পরিচালনা করে, তা পরিবর্তন করতে চেয়েছিলেন ডেভিড ম্যালপাস। এ নিয়ে সাম্প্রতিক মাসগুলোয় মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনসহ মার্কিন প্রশাসনের চাপের মধ্যে ছিলেন তিনি।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন