মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (১৪ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট। ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে পারে রংপুর। তাতে ১৯ রানের জয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত হয় সিলেট স্ট্রাইকার্সের।
এদিকে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে শীর্ষে থাকায় ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পায় মাশরাফী বিন মোর্ত্তজার দল। সেই সুযোগটাই কাজে লাগাল সিলেট। রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে বিপিএলের নবম আসরের ফাইনাল নিশ্চিত করলো ফ্রাঞ্চাইজটি।
এই জয়ের জন্য পারফরম্যান্স বিবেচনায় মাঠে উপস্থিত অন্য যেকোনো ক্রিকেটারকেই ম্যাচসেরার পুরস্কার দেওয়া সম্ভব। তবে অধিনায়ক মাশরাফির মাঠে থাকাই যে জয়ের জন্য যথেষ্ট, সেটি আবারও প্রমাণ করে ম্যাচসেরার পুরস্কার অধিনায়ক মাশরাফিকে দিলে খুব বেশি ভুল হবে না।
সিলেটের পক্ষে এদিন ওপেনিংয়ে নেমে দলকে ভালো সূচনা এনে দেন নাজমুল শান্ত এবং তৌহিদ হৃদয়। যেখানে শান্তর ব্যাট থেকে আসে সিলেটের পক্ষে সর্বোচ্চ ৪০ রান। আরেক ওপেনার হৃদয় করেন ২৫ রান। এদিন ব্যাট হাতে প্রতিপক্ষকে চমকে তিনে নামেন সিলেটের অধিনায়ক মাশরাফি। তিনি মাত্র ১৬ বলে খেলেন ২৮ রানের কার্যকরী এক ইনিংস।
ঢাকা বিজনেস/এম