সবচেয়ে সুন্দর ও সুঘ্রাণযুক্ত ফুল গোলাপ। গোলাপ শুধু দেখতেই সুন্দর নয়, তার গুণের জন্যেও অনন্য। গোলাপ ত্বকের যত্ন নিতেও বিশেষ উপকারী। বন্ধুত্ব, ভালোবাসা ও শান্তির প্রতীক বহনকারী গোলাপের পাপড়ির কয়েকটি দারুণ ব্যবহার নিয়ে আমাদের আজকের আয়োজন।
রোদে পোড়া দাগ
সারাদিন বাইরে ঘোরাঘুরিতে ত্বকে ট্যান (রোদে পোড়া দাগ) পড়ে যায়। গোলাপের জল সহজেই রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। গোলাপের নির্যাস ট্যানের সমস্যা দূর করে।
গোসলে গোলাপজল
গোলাপজল দিয়ে গোসল করলে ত্বকের প্রদাহজনিত সমস্যা অনেকটা কমে যায়। গোসল করার আগে গোলাপের পাপড়ি হালকা গরম পানিতে মিশিয়ে নিন। এতে অনেকটাই উপকার পাবেন।
ত্বকের যত্নে
গোলাপের পাপড়ি আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানি ছেঁকে নিয়ে তাতে নারকেল তেল মিশিয়ে নিন। গোসলের আগে বা পরে ত্বকে গোলাপের এই তেল মাখলে ত্বকের জেল্লা অনেকটাই বাড়বে।
তৈলাক্ত ত্বকে গোলাপজল
তৈলাক্ত ত্বকের সমস্যা অনেকেরই আছে। এর ফলে নানান সমস্যায় পড়তে হয়।অনেক কিছু করেও অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করা যায় না। ব্যবহার করুন গোলাপজল। এতে অনেকটাই মুক্তি মিলবে । গোলাপজল অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করে আর ত্বকের ছিদ্র গুলিকে প্রয়োজন মত খুলে দেয় যার ফলে বাতাস চলাচল করতে পারে।
চুলের যত্নে গোলাপজল
গোলাপজলের খুব ভালো গুণ হল এটি ত্বকের সঙ্গে চুলের যত্নেও ব্যবহৃত হয়। লম্বা চুলের স্বপ্ন সবারই থাকে। কিন্তু এই চুল মনের মত করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। লম্বা চুল ও খুসকির সমস্যা দূর করতে ব্যবহার করুন গোলাপজল। একটু গোলাপজল আর একটু নারকেল তেল নিয়ে খুশকির জায়গায় হালকা ম্যাসাজ করুন। কিছু দিনের মধ্যেই মিলবে উপকার।
পায়ের যত্নে
শীত শেষ হয়ে গরম পড়ে যাচ্ছে। এই সময় পায়ের তালুতে নারকেল তেল, গোলাপ পাপড়ি ও দুধের তৈরি মাস্ক লাগান। এতে শরীর ঠান্ডা থাকবে। পা থাকবে মসৃণ।
ঢাকা বিজনেস/এন/