১৪ মার্চ ২০২৫, শুক্রবার



অর্থনীতি
প্রিন্ট

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

স্টাফ রিপোর্টার || ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম
সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হলেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে সোমবার(০৬ ফেব্রুয়ারি) এর চেয়ে ২৭ কোটি ৬১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ২৩৪ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে; যার মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।

অন্য বাজার সিএসই সার্বিচ সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৬ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন