১৫ মার্চ ২০২৫, শনিবার



চ্যাম্পিয়নস ট্রফি: দুই সেঞ্চুরিতে ফাইনালের আশায় নিউজিল্যান্ড

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ০৫ মার্চ, ২০২৫, ১০:০৩ পিএম
চ্যাম্পিয়নস ট্রফি: দুই সেঞ্চুরিতে ফাইনালের আশায় নিউজিল্যান্ড


চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ৩৬২ রান তুলেছে নিউজিল্যান্ড। ফাইনালে যেতে হলে এই রানের পাহাড় টপকাতে হবে দক্ষিন আফ্রিকাকে। এর আগের দিন দুবাইতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেছে ভারত। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে নিউজিল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে তারা সংগ্রহ করে ৩৬২ রান। বলা চলে রানের পাহাড়। তবে দক্ষিন আফ্রিকার জন্য সুখবর হলো- এই মাঠটি রান সহায়ক। এই রান টপকে যাওয়ার মতো ক্লাসিক ব্যাটসম্যানও রয়েছে আফ্রিকার দলটির। 

নিউজিল্যান্ড ইনিংসে সেঞ্চুরি হয়েছে দুটি। ওপেনার রাচিন রাভিন্দ্র ১০৮ রান করেছেন ১০১ বল খেলে। ৯৪ বলে ১০২ করেছেন উইলিয়ামসন। এছাড়া উইল ইয়াং ২১, ডেরিল মিচেল ৪৯, মিচেল ব্রেসওয়েল ১৬, টম ল্যাথাম ৪ এবং মিচেল স্যান্টনার ২ রান করেছেন। ১১ রান এসেছে অতিরিক্ত থেকে। 

দক্ষিন আফ্রিকান বোলাররা নিউজিল্যান্ডের রানের গতি থামাতে পারেনি। এনগিডি পেয়েছেন ৭২ রান দিয়ে ৩ উইকেট। রাবাদা ৭০ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। জানসেন ৭৯ রান খরচ করলেও উইকেট শূণ্য ছিলেন। মুলডার পেয়েছেন ১ উইকেট। মহারাজ ৬৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। ম্যাক্রম ৪ ওভারে ২৩ রান দিয়ে ছিলেন উইকেটশূণ্য। 

প্রথম ইনিংসে দৃষ্টিনন্দন ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। উইকেট ধরে রেখে রানের চাকা সচল রেখেছেন ব্যাটসম্যানেরা। দক্ষিন আফ্রিকান বোলাররা ছিলেন অনেকটা অসহায়। 

এখন দেখার বিষয় দুবাইতে ৯ ফেব্রুয়ারির ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হয়- নিউজিল্যান্ড, না কি দক্ষিন আফ্রিকা।  



আরো পড়ুন