১৫ মার্চ ২০২৫, শনিবার



মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির মিলন মেলা

টাঙ্গাইল প্রতিনিধি || ১৮ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম
মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির মিলন মেলা


টাঙ্গাইলের ‘মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতি – ঢাকা’র বার্ষিক মিলমেলা ও বনভোজন অনুষ্ঠিত হলো শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫)। ঢাকার ধামরাইয়ে আলাদীনস পার্কে অনুষ্ঠিত মিলন মেলায় সমিতির সদস্য, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। 

মিলন মেলা উপলক্ষ্যে আলাদীনস পার্ক মিলনায়তনে দিনব্যাপী ছিলো নানা আয়োজন। মধ্যহ্ন ভোজের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল র‌্যাফেল ড্র। 

দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নিয়ে তিনি মির্জাপুরের সার্বিক উন্নয়নে আজীবন কাজ করে যাবেন বলে প্রতিশ্রতি দেন। খুব শিগগীরই রাজধানী ঢাকায় সমিতির একটি কার্যালয় স্থাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।  

মিলন মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি খন্দকার ইলিয়াস হোসেন, মিলনমেলা ও বার্ষিক বনভোজন কমিটির সদস্য সচিব আলমগীর মনসুর খান, আহবায়ক মকবুল হোসেন খান, সাধারন সম্পাদক মিজানুর রহমান খান, সংযুক্ত আবর আমিরাত বিএনপির সাবেক সভাপতি প্রকৗশলী এম এ সালাম খান প্রমুখ।  

অনুষ্ঠানে অন্যদের সঙ্গে স্পন্সর সহযোগী ছিল দেশীয় ব্র্যান্ড ভিসতা ইলেকট্রনিক্স। 



আরো পড়ুন