১৫ মার্চ ২০২৫, শনিবার



বিপিএলের শেষ চারে খেলছে যারা

ক্রীড়া ডেস্ক || ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ এএম
বিপিএলের শেষ চারে খেলছে যারা


অবশেষে চূড়ান্ত হয়ে গেছে বিপিএলের প্লে-অফে খেলতে যাওয়া সেরা ৪ দলের নাম। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স খেলবে প্লে-অফ পর্বে। এই ৪ দলের সবার পয়েন্ট অন্তত ১২।

এদিকে, বাকি ৩ দল ঢাকা ডমিনেটর্স (১১ ম্যাচে ৬), খুলনা টাইগার্স (১০ ম্যাচে ৪) আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (৯ ম্যাচে ৪) আর ১২ পয়েন্ট হওয়ার কোনোই সম্ভাবনা নেই। ফলে বাদ পড়েছে তারা।

মাশরাফি বিন মর্তুজার সিলেট, সাকিব আল হাসানের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স শেষ চারে। এবার দেখার পালা সেরা দুইয়ে কারা থাকছে। দুই দল ফাইনালে ওঠার জন্য দুটি করে সুযোগ পাবে। তিন আর চারে থাকা দুই দল প্লে-অফে একটি ম্যাচ হারলেই বাদ।

এদিকে, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৩০ রানের বেশি তুলতে পারেনি ঢাকা। দলটির হয়ে সর্বোচ্চ ২৯ রান করে আরিফুল হক। জবাবে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর। শেষ চারের সর্বশেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে সোহানের রংপুর রাইডার্স। 

ঢাকা বিজনেস/এইচ  



আরো পড়ুন