১৫ মার্চ ২০২৫, শনিবার



ভেঙে দেওয়া হতে পারে আরও ৩ ব্যাংকের পর্ষদ

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ আগস্ট, ২০২৪, ০৯:৩৮ এএম
ভেঙে দেওয়া হতে পারে আরও ৩ ব্যাংকের পর্ষদ


পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৩ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হতে পারে। ব্যাালকগুলো হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাং ও আইএফআইসি ব্যাংক।

এর আগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) এস আলম গ্রুপের দখলে থাকা বেসরকারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে’ নতুন এ পর্ষদ নিয়োগ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের পর এবার সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারিয়েছে এস আলম গ্রুপ। কারণ গত রোববার সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি ব্যাংকটিতে এস আলম গ্রুপের ব্যাপক আধিপত্য ছিল।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আস্তে আস্তে এস আলমের মালিকানাধীন সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।




আরো পড়ুন