১৫ মার্চ ২০২৫, শনিবার



বিপিএলে দ্বিতীয় হার দেখলো মাশরাফির সিলেট

ক্রীড়া ডেস্ক || ২৭ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম
বিপিএলে দ্বিতীয় হার দেখলো মাশরাফির সিলেট


সিলেট স্ট্রাইকার্সকে রীতিমতো হেসেখেলে হারালো রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্স ৬ উইকেট আর ২৬ বল হাতে রেখে সহজেই হারিয়েছে স্বাগতিকদের। এটি সপ্তম ম্যাচে চতুর্থ জয় রংপুরের। অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় হারের মুখ দেখলো মাশরাফির সিলেট।

এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ৯২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ বল হাতে রেখে জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের দল।

শেখ মেহেদীর করা প্রথম ওভার উইকেটহীন কাটানোর পর বিপর্যয়ে পড়ে সিলেটের ব্যাটিং লাইনআপ। পরের তিন ওভারের মধ্যে ৫ উইকেট হারায় দলটি। পাওয়ারপ্লেতে দলটির স্কোর ছিল ১৩ রান হারিয়ে ৫ উইকেট। এক পর্যায়ে ১৮ রানে ৭ উইকেট হারিয়ে বসে সিলেট। সেই মুহূর্তে বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে আউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি।

তবে সেখান থেকে দলটির হাল ধরেন অধিনায়ক মাশরাফী এবং উদীয়মান তারকা বোলার সাকিব। দুইজনে এদিন ব্যাট হাতে লড়েছেন সিলেটের হয়ে। অষ্টম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করে সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ায় দলটি। মাশরাফীর ২ ছয়ে ২১ বলে ২১ রান করে ফিরলে ভাঙে জুটিটি। মাশরাফী ফিরলেও একপ্রান্তে একাই লড়াই চালিয়ে যান সাকিব। শেষ পর্যন্ত উনিশতম ওভারে আউট হওয়ার আগে ৩৬ বলে ৫টি চার ও ২টি ছয়ে করেন ৪১ রান। 

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার রনি তালুকদারের নির্ভরশীল ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় রংপুর। এই ওপেনার ৪১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। যদিও রংপুর মাঝে ৪ উইকেট হারিয়ে ফেলে।

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন