নারী ক্রিকেট: টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 05-05-2024

নারী ক্রিকেট: টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ বি-গ্রুপে আছে। গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গে বাকি তিনটি দল হচ্ছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া কোয়ালিফায়ার থেকে উঠে আসা দ্বিতীয় দলটি।

আর ‘এ গ্রুপে’ আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং কোয়ালিফায়ার থেকে উঠে আসা প্রথম দলটি। ৩ অক্টোবর আসরের উদ্বোধনী দিনেই (দ্বিতীয় ম্যাচটি) খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হচ্ছে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দ্বিতীয় দলটি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

বাংলাদেশের পরের ম্যাচটি ৫ অক্টোবর। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। এই ম্যাচটিও সন্ধ্যা ৭টায় শুরু হবে। তারপরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে বেলা ৩ টায়, ৯ তারিখে।

১২ অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচটি হবে সন্ধ্যা ৭ টায়। গ্রুপ পর্বের চারটি ম্যাচই বাংলাদেশ দল ঢাকায় খেলবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে খেলবে সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১৭ এবং ১৮ অক্টোবর। প্রথমটি সিলেটে এবং পরেরটি ঢাকায়। ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। ফাইনালসহ শেষ তিনটি ম্যাচই হবে সন্ধ্যা সাতটায়।

বৃষ্টির কথা বিবেচনা করে দুটি সেমিফাইনাল এবং ফাইনালে রিজার্ভ ডে রেখেছে বিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে ২৮ সেপ্টেম্বর বিকেএসপির চার নম্বর মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচটি একই ভেন্যুতে খেলবে জ্যোতিরা। প্রস্তুতি ম্যাচ দুটি সকাল ১০ টায় খেলবে বাংলাদেশ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com