যে-কারণে বিপাকে ব্রয়লার মুরগির খামারিরা


আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর , : 04-05-2024

যে-কারণে বিপাকে ব্রয়লার মুরগির খামারিরা

প্রচণ্ড দাবদাহে দিনাজপুরের ব্রয়লার মুরগির খামারিরা বিপাকে পড়েছেন। তারা বলছেন, অনেকে গরমে মুরগি মরে যাওয়ার আশঙ্কায় কম বাচ্চা তুলছেন। কোনো-কোনো খামারির ২ হাজার মুরগির জন্য শেড থাকলেও তারা ১ হাজার মুরগির বাচ্চা তুলছেন।  

শনিবার (৪ মে) উপজেলার মুহাড়াপাড়া গ্রামের ব্রয়লার মুরগির খামারি আব্দুল মান্নান বলেন, ‘আমার খামারে ১ হাজার ৫০০ মুরগির বাচ্চা তোলা যাবে। এমন ক্যাপাসিটি আছে। কিন্তু গরমের কারণে ১ হাজার বাচ্চা তুলেছি। তারপরও শঙ্কায় আছি গরমের কারণে কোনো ক্ষতি হয় কি না।  এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। তবে আগের চেয়ে একটু বেশি যত্ন নিতে হচ্ছে।’ 

আব্দুল মান্নান আরও বলেন, ‘গরমের কারণে মুরগি বেশি বড় সাইজ করার সাহসও পাচ্ছি না। ১ কেজি থেকে দেড় কেজি ওজন হলেই বিক্রি করে দিচ্ছি। আর অতিরিক্ত যত্ন হিসেবে নিয়ম মাফিক খাবারের পাশাপাশি দিনে ২ বার ঝর্ণার পানি ছিটিয়ে দিতে হচ্ছে মুরগির শরীরে। যেন শরীর ঠাণ্ডা থাকে। এছাড়া, রোগ-বালাইয়ের আশঙ্কায় পাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ কিনে রাখা আছে।’

হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মাহাবুবুর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘বেশি গরম হলে ব্রয়লার মুরগির একটু সমস্যা হয়। ব্রয়লার মুরগির জাত গরম সহ্য করতে পারে না। প্রাণিসম্পদ অফিস থেকে খামারিদের সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে, খামারে যেন পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকে। মুরগি যেন খামারের ভেতরে নিরিবিলি চলাফেরা করতে পারে।  

ঢাকা বিজনেস/এনই 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com